বিনোদন ডেস্ক : জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬-এর ডিপোতে। গত ১৬ জুলাই এই পর্বটি ধারণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোনো দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ইত্যাদির দর্শকশূন্য প্রথম অনুষ্ঠান।
শেকড়ের সন্ধানে ইত্যাদিতে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ ও জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয়। আর সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে আমাদের স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, এর বিভিন্ন কারিগরি দিক, সুবিধাসমূহের ওপর রয়েছে তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন।
ইত্যাদির এই পর্বটি আগামী ৩০ জুলাই রাত ৮ টায় বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।