বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যিনি অভিনয় ছেড়ে নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন। গ্রাজুয়েশন করছেন লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে। করোনার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই অনলাইনে পরীক্ষা দিতে হয়েছে।
নিজেকে সুরক্ষিত রাখার জন্য সতর্কতা অবলম্বন করছেন বলে জানান ভাবনা। নিজেকে ঠিক রাখার জন্য যা যা প্রয়োজন সবই করছেন তিনি।
ভাবনা বলেন, আমি টিকা নিতে চাই। কিন্তু বয়সের কারণে টিকা নিতে পারছি না। আমাদের টিকার জন্য যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে আমি পড়ি না।
এবারের ঈদে প্রথমবারের মতো বেতার নাটকে ছিলেন। ঈদের দিন তার অভিনীত ‘কয়েকটি চিঠি ও একটি গরু’ শিরোনামের একটি নাটক সম্প্রচার হয়। তারিক মনজুরের রচনায় এটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। রবীন্দ্র প্রয়াণেও বেতারের একটি নাটকে থাকবেন বলে জানান অভিনেত্রী।
সান নিউজ/ এমএইচআর