বিনোদন ডেস্ক : অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তবের হিরো হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। যদিও পর্দায় খল চরিত্রেই দেখা যায় তাকে। খল চরিত্রে অভিনয় করায় মারও খেতে হয় নায়কের হাতে। যা মেনে নিতে পারেনি ৭ বছরের এক ক্ষুদে ভক্ত। রাগে টিভি ভেঙে ফেলেছে ছেলেটি।
ক্ষুদে ভক্তের মতে, যে মানুষটি এতো ভালো কাজ করেন তাকে কেনো পিটুনি খেতে হবে?
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। ক্ষুদে ভক্তের এমন কাণ্ডের কথা শুনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু সুদ। টুইটারে তিনি লিখেছেন, ‘আরে টিভি ভেঙে ফেলো না! তার বাবা এখন আমার কাছে নতুন একটি টিভি চাইবে।’
সান নিউজ/ এমএইচআর