বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী সুরেখা সিক্রি। শুক্রবার (১৫ জুলাই) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউডের গুণী এই অভিনেত্রী। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
অনেক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন সুরেখা সিক্রি। ২০১৮ সালে স্ট্রোক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন সুরেখা। এরপর ২০২০ সালে ফের ব্রেন স্ট্রোক। তখন থেকেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এই অভিনেত্রী।
অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা চলছিল না তার। ওই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউড অভিনেতা সোনু সুদ, গজরাজ রাও এবং নির্মাতা অমিত শর্মা। তবে নিজের এই অর্থকষ্টের কথা প্রকাশ্যে আনতে চাননি অভিনেত্রী। তিনি চেয়েছিলেন সুস্থ হয়ে কাজে ফিরতে। কাজের সহযোগিতাই চেয়েছিলেন সবার কাছে।
‘বাধাই হো’ সিনেমার দাদি চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল সুরেখা। এজন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
সান নিউজ/ এমএইচআর