বিনোদন ডেস্ক:
প্রথম ছবি করেই সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী জবা চৌধুরী । এরপর আর কোনও ছবিতে তাকে দেখা যায়নি। ৪৫ বছর ধরে তাকে খুঁজে পায়নি সিনেপ্রেমীরা।
৩ মে রবিবার তার মৃত্যুর খবরে জানা গেল, এতোদিন কোথায় ছিলেন এই অভিনেত্রী।
রোববার ভোরে দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছার গ্রামের নিজ বাড়িতেই জবা চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন জনপ্রিয় পরিচালক ছটকু আহমেদ।
ছটকু আহমেদ জানান, জবা চৌধুরীর নামটি সিনেমায় দেয়া। তার নাম মূলত জোবায়দা খাতুন। দিনাজ’পুরের রানীর বন্দর এলাকার গছার গ্রামে নাট্যশিল্পী আফান উদ্দিনের ঘরে জন্ম হয় তার। সে সূত্রে যাত্রাপালা ও বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি।
১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘জিঘাংসা’ছবিতে জসিমের বিপরীতে অভিনয় করেন তিনি। এটাই তার প্রথম ও শেষ সিনেমা।
এতো পুরনো সিনেমার কথা এখন অনেকের জানা না থাকলেও এর একটি গান এখনও মানুষের হৃদয়ে গেঁথে আছে। গানটি হলো, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন।
জানা গেছে, ‘জিঘাংসা’ ছবির প্রযোজককে বিয়ে করে সিনেমা জগত থেকে একেবারে বিদায় নেন জবা। পুরদস্তুর গৃহিণী হয়ে যান তিনি। স্বামী মারা যাবার পর ১৯৯৩ সালে দিনাজপুরের রানীর বন্দরে নিজ গ্রামের বাড়িতে চলে যান।
সান নিউজ/সালি