বিনোদন ডেস্ক: যদি বলা হয় বলিউডের রোম্যান্স কিং কে? তাহলে একটা নামই আসবে তিনি হলেন শাহরুখ খান। অথচ আজকের এইদিনে বলিউডের এই ‘দিওয়ানা’ তারকার জন্ম হয়েছিল। ১৯৯২ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’। এই ছবি দিয়েই বলিউডে যাত্রাশুরু, তার পর ধীরে ধীরে তিনিই হয়ে উঠলেন বলিউড বাদশা।
বলিউডের শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’-র প্রযোজক গুড্ডু ধানওয়া এদিন বলেছেন, ১৯৯২ সালের ২৫ জুন এক বড় তারকার জন্ম হয়েছিল। এই ছবির ২৯ বছর পরেও শাহরুখ খান এখনো বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয়ে বাস করেন। এখনো তার চলনবলন, পোশাক, আদপকায়দা নকল করেন ফ্যানেরা।
মা লতিফ ফতিমা খানের মৃত্যুর পরই শাহরুখ সিদ্ধান্ত নিয়েছিলেন টেলিভিশন থেকে বড় পর্দায় কাজ করার। আর সেই সিদ্ধান্তই হয়ে ওঠে তার জীবনের টার্নিং পয়েন্ট। যা এখনো তাকে বলিউডের অন্যতম সেরা নায়ক করে তুলেছে ধীরে ধীরে।
দিওয়ানা ছবির জন্য দেড় লাখ টাকা পেয়েছিলেন শাহরুখ। আর এখন বলিউড কেন, বিশ্বের তাবড় অভিনেতাদের পারিশ্রমিকের তালিকায় নাম এসে যায় তার। বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে নাম রয়েছেন শাহরুখের।
এরপরও ‘কাভি হা কাভি না’ ছবিটি শাহরুখ করেছিলেন মাত্র ২৫ হাজার টাকায়, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বলে মনে করেন দর্শকেরা।
দিওয়ানার পর অসংখ্য ছবিতে দর্শকের জনপ্রিয়তা পেয়েছেন শাহরুখ। যার জেরে আজ তিনি বলিউডের কিং খান। রাজু বন গয়া জেন্টলম্যান, ডর, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল সে, স্বদেশ-এর মতো অসংখ্য হিট ও দারুণ সব ছবি রয়েছেন শাহরুখের ক্যারিয়ারে।
বিশ্বজুড়ে তারকা হওয়ার পরও কাজ থামেনি শাহরুখের। দিল তো পাগল হ্যায়, মহব্বতে, কাভি খুশি কাভি গাম, বীর জারা, চাক দে ইন্ডিয়া, ফ্যান, জিরো, দিলওয়ালের মতো অসংখ্য ছবি করে চলেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে পাঠান ছবিতে। তার শুটিংও চলছে জোরকদমে।
বৃহস্পতিবার রাতে বলিউডে নিজের ক্যারিয়ারের ২৯ বছর উপলক্ষে ট্যুইট করেছেন শাহরুখ। ট্যুইটে ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ দিয়েছেন অভিনেতা।
সাননিউজ/এএসএম