বিনোদন ডেস্ক : বলিউডে রঙিন ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে মুম্বাই পাড়ি দিয়ে মাত্র ৬ হাজার টাকার জন্য খুন হতে হয়েছিল কৃতিকা চৌধুরী নামে এক ভারতীয় উঠতি অভিনেত্রীকে।
সেই লোমহর্ষক কাহিনি মনে করে ৪ বছর পরও অনেকের গায়ে কাঁটা দেয়!
রুপালি পর্দার জগত আর বাস্তব যে এক নয়, সেটি জীবন দিয়ে মর্মান্তিকভাবে বুঝিয়ে গেছেন কৃতিকা। তার আগে, মাত্র অল্প কয়েকটি চলচ্চিত্রেই দেখা গেছে তাকে।
ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে ১৯৯০ সালে জন্ম কৃতিকার। উত্তরপ্রদেশের চিত্রকূট ইন্টার কলেজে পড়াশোনা করেছেন। তারপর সেই পাঠ চুকিয়ে অভিনয় শিখতে চলে আসেন দিল্লি।
অচেনা শহরে এসে বিজয় দ্বিবেদী নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় কৃতিকার। বলিউডের বিখ্যাত পরিচালকদের সঙ্গে ওঠাবসা রয়েছে বলে তার কাছে দাবি করেছিলেন বিজয়। কৃতিকাও সরলমনে তা বিশ্বাস করেছিলেন।
বিজয়ের সঙ্গেই মুম্বাই পাড়ি জমান তিনি। দিনে দিনে সম্পর্ক গাঢ় হয় তাদের; বিয়েও করেন।
কৃতিকা ততদিনে অল্প-বিস্তর মডেলিং শুরু করেছিলেন। এরইমধ্যে ২০১১ সালে 'পরিচয়' নামে একটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। ২০১৩ সালে কঙ্গনা রানাওয়াতের 'রাজ্জো' চলচ্চিত্রেও কাজ করেন তিনি। পাশাপাশি আরও কিছু টিভি ধারাবাহিকে দেখা মেলে তার।
তবে কৃতিকা চেয়েছিলেন বলিউডে পাকা আসন গড়তে। পার্শ্ববর্তী চরিত্রে থেমে থাকতে চাননি। এ নিয়ে বিজয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
এরই মধ্যে ২০১৬ সালে তাদের ফ্ল্যাটে হানা দিয়ে বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ। তখন তার কুকীর্তি ফাঁস হয়ে যায় কৃতিকার সামনে। তার মতোই তারকা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই আসা আরও বেশ কিছু নবাগতকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজয় টাকা হাতিয়ে নিতেন। এমনই এক নারীর কাছ থেকে ২২ লাখ রুপি নেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বিজয়কে ডিভোর্স দেন কৃতিকা। এরপর মুম্বাইয়ের লোখান্ডওয়ালার একটি এক কামরায় ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন তিনি। সেখান থেকেই ২০১৭ সালে ১২ জুন তার পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তার মৃত্যুর ঘটনায় প্রথমে বিজয়কে আটক করা হলেও তিনি জড়িত ছিলেন না বলে ছাড়া পান। এরপর সিসিটিভি ক্যামেরা দেখে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। কৃতিকার ফ্ল্যাটে তাদেরই শেষবার ঢুকতে দেখা গিয়েছিল। জেরায় ওই তারা খুনের কথা স্বীকারও করেন।
তবে খুনের কারণ জেনে চমকে ওঠে সবাই। বিষাদগ্রস্ত কৃতিকা ক্রমে মাদকের নেশায় বুঁদ হয়ে পড়েছিলেন। ওই দুজনের কাছ থেকে মাদক কিনতেন তিনি। কৃতিকার থেকে তারা ৬ হাজার টাকা পেতেন বলে দাবি তাদের। ওই টাকা না দেওয়ায়ই ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় বারবার আঘাত করে তাকে খুন করা হয়! সূত্র : আনন্দবাজার।
সান নিউজ/এসএম