বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বন্ধ রাখা হয়েছে বলিউডে সব ধরনের সিনেমার চিত্রায়ণ। এ কারণে আলিয়া ভাটের অভিনীত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' সিনেমার দৃশ্যধারণ পিছিয়ে গিয়েছে।
আর এই ছবিটির জন্য ছয় কোটি টাকা ব্যয় করে হায়দরাবাদের রামুজি ফ্লিম সিটিটে তৈরি করা বিশাল সেটটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ও প্রযোজক সঞ্জয়লীলা বানশালি।
যেহেতু অনির্দিষ্টকালের শুটিং পিছিয়ে গেছে, তাই সেটের জন্য ভাড়া বহন করাটা অকারণ খরচ বলেই মনে করছেন প্রযোজক বানশালি। তিনি জানিয়েছেন সেটের জন্য যে পরিমাণ ভাড়া এখন গুনতে হচ্ছে, তার চেয়ে পরে সেট বানিয়ে নেওয়ার খরচ কম। এ কথা মাথায় রেখেই 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র সেট ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, এই ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। এর আগে গাঙ্গুবাঈয়ের বেশে আলিয়া ভাটের লুকও প্রকাশ্যে আনা হয়েছিল।
সান নিউজ/ আরএইচ