আহমেদ রাজু
বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক বাংলা সিনেমা মুখ ও মুখোশের প্রধান নায়িকা কাস্ট হলো। আরও দরকার দুইজন নায়িকা। অন্য চরিত্রেও অভিনেতা নির্বাচন এখনো বাকি।
নায়িকা খুঁজতে বিজ্ঞাপন দেয়া হলো আজাদ, ইত্তেফাক ও মর্ণিং নিউজ পত্রিকায়। বিজ্ঞাপন দেখে গোপনে যোগাযোগ করেন ইডেন কলেজের আইএ ক্লাসের ছাত্রী পিয়ারি বেগম। পিয়ারির বাড়ি পুরোনো ঢাকার আবদুল হাদী লেনে। বাবা ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন বিভাগে চাকরি করেন।
সিনেমায় মেয়ের অভিনয় করা বাবা পছন্দ করবেন না, তাই পিয়ারি তার ছদ্মনাম ব্যবহার করতে পরিচালককে অনুরোধ করেন।
পিয়ারির ছদ্মনাম রাখা হয় নাজমা। কিন্তু পত্রিকায় ছবি ছাপার পর সমস্যা বাধে। পত্রিকায় ছবি দেখে মেয়ে সিনেমায় অভিনয় করছে পিয়ারির বাবা জানতে পারলেন। মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
বাবার আপত্তির কথা আবদুল জব্বার খানকে জানান। ঘটনা জানার পর জব্বার খান নিজে গিয়ে পিয়ারির বাবার সাথে দেখা করেন। তাকে বুঝিয়ে পিয়ারির অভিনয়ে রাজি করান।