আহমেদ রাজু
বাংলাদেশের নাম তখন পূর্ব পাকিস্তান। কোনো সিনেমা তৈরি হতো না এখানে। কোলকাতা, বোম্বে ও লাহোরের সিনেমা দেখানো হতো এখানকার সিনেমা হলগুলোতে।
তখন ফরিদপুরের একটি ডাকাতির ঘটনা নিয়ে ১৯৫৩ সালের জানুয়ারি মাসে আবদুল জব্বার খান নির্মাণ শুরু করেন মুখ ও মুখোশ।
১৯৫৪ সালের ৬ আগস্ট সিনেমাটির মহরত হয় শাহবাগ হোটেলে। এখন যেটি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি।
মুখ ও মুখোশের ইংরেজি পোস্টার
১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায় ছবিটি। প্রথমে পায় লাহোরে। কারণ বাংলাদেশের হল মালিকরা প্রথমে ছবিটি প্রদর্শন করতে আগ্রহ দেখায়নি।
বাংলাদেশে প্রথম প্রদর্শিত হয় মুকুল সিনেমা হলে। বর্তমানে আজাদ সিনেমা হল। পরে একযোগে প্রদর্শিত হয় ঢাকার রূপমহল, চট্রগ্রামের নিরালা, নারায়ণগঞ্জের ডায়মন্ড ও খুলনার উল্লাসিনী প্রেক্ষাগৃহে।
মুখ ও মুখোশের পরিচালক আবদুল জব্বার খান
ছবিটি নির্মাণে অর্থ সহায়তা দেয় ইকবাল ফিল্মস। নির্মাণ ব্যয় ছিল ৬৪ হাজার টাকা। প্রথম প্রদর্শনীতে আয় করে ৪৮ হাজার টাকা।
প্রধান ভূমিকায় অভিনয় করেন ইনাম আহমেদ। দ্বিতীয় মূখ্য ভূমিকায় আবদুল জব্বার খান নিজেই অভিনয় করেন। প্রধান নায়িকা ছিলেন পূর্ণিমা সেনগুপ্ত।