বিনোদন প্রতিবেদক : সরকারি তথ্য চুরির মামলায় গ্রেফতার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে জয়া আহসান তার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানিয়েছেন। সঙ্গে তিনি- রোজিনা ইসলামকে হেনস্তা করা বেশ কয়েকটি ছবি এবং একটি ভিডিও পোস্টও করেছেন।
স্ট্যাটাসে জয়া বলেন, “রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!”
রোজিনার গলা চেপে ধরার দৃশ্যের বিষয়ে তিনি বলেন, “রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে।”
এরপরে তিনি অনেকটা আপসোসের ঢঙে লিখেছেন, “ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো।”
আর, স্ট্যাটাসের সবশেষে ঢাকা এবং কোলকাতায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, “ রোজিনাকে তাঁর পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
সাননিউজ/এইচএস/আরআই