সাংস্কৃতিক প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও নিগৃহীতের তীব্র নিন্দা জানিয়েছে দেশের ১০টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন। সেই সঙ্গে সংগঠনগুলো সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্টা আটক এবং নিগৃহীত করার সংবাদে ক্ষুব্ধতা এবং উদ্বিগ্নতার কথা জানিয়েছেন তারা। এবং অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিগৃহীতকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৮ মে) বিকেলে পাঠানো এক যৌথ বিবৃতি দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো এই নিন্দা জ্ঞাপন করেছে এবং সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের বিরুদ্ধে ক্ষুব্ধতা ও উদ্বিগ্নতা প্রকাশের পাশাপাশি তার মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতা সাংস্কৃতিক সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথ নাটক পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ, নৃত্যশিল্পী সংস্থা, সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ চারু শিল্পী সংসদ।
বিবৃতিতে তারা জানায়, একজন অনিসন্ধিতসু সাংবাদিক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহু অনিয়ম ও দুর্নীতির তথ্য তিনি মানুষের কাছে ইতোমধ্যে তুলে ধরেছেন। তার উপর উক্ত মন্ত্রণালয়ের রাগের কারণ কারো বুঝতে বাকি নেই। আমরা মনে করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সাংবাদিকতা এবং তথ্য প্রকাশের উপর অশনিসংকেত।”
বিবৃতিতে তারা আরও জানায়, “আমাদের দাবি, অবিলম্বে রোজিনা ইসলাম’কে মুক্তি, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিগৃহীতকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হউক।”
সাননিউজ/ এইচ এস/ আরএস