বিনোদন ডেস্ক:
মরণঘাতী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন অস্কারজয়ী অভিনেতা শন পেন। ৬০ বছর বয়সী এই অভিনেতার শরীরে করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।
এই অভিনেতার স্বেচ্ছাসেবী সংস্থা CORE (Community Organised Relief Effort) বিনামূল্যে সোয়ার পরীক্ষা করছিল। সেখানেই নিজের করোনা টেস্টের পর তার দেহে এই মারণ ভাইরাসের সন্ধান মেলে।
হাইতিতে ভূমিকম্পের সময় ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় CORE। ভূমিকম্পের ত্রাণে এই সংস্থা অর্থসাহায্য করেছিল। বর্তমানে বিশ্বজুড়ে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় শন পেনের সংস্থা। করোনা মোকাবিলায় এখন লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটির সঙ্গে এই সংস্থা সহযোগিতা করছে।
সংবাদমাধ্যমে প্রকাশ, দমকল ও মেয়রের সঙ্গে হাত মিলিয়ে এই স্বেচ্ছাসেবী সংস্থা লস অ্যাঞ্জেলসের বিভিন্ন জায়গায় বিনামূল্যে লালারস পরীক্ষা করছে। মানুষের জীবন রক্ষাই পেন এবং তার সংস্থার লক্ষ্য। সেই মতো শহরের বিভিন্ন জায়গায় চলছিল করোনা পরীক্ষার কাজই। তেমনই একটি জায়গায় নিজের লালারস পরীক্ষা করাতে যান শন পেন। তখনই তার করোনা ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত সিনেপ্রেমীরা। শন পেনের বয়স যেহেতু ৬০ বছর ছুঁইছুঁই, তাই তাকে নিয়ে চিন্তা রয়েছেন প্রায় সবাই মনে।
সান নিউজ/ আরএইচ