বিনোদন প্রতিবেদক:
করোনাভাইরাসের এইসময়ে আগামী ২৪ এপ্রিল ভারতীয় ভিডিও প্ল্যাটফর্ম ‘হইচই’ এ মুক্তি পেতে যাচ্ছে কাঠবিড়ালী সিনেমাটি। এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা।
এর আগে বছরের প্রথম মাসেই মুক্তি পেয়েছিলো নিয়ামুল মুক্তা প্রথম পরিচালিত সিনেমা ‘কাঠবিড়ালী’। ১৭ জানুয়ারি সারাদেশে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরেই ছবিটি দর্শকের মন কাড়তে সক্ষম হয়।
কাঠবিড়ালী’তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর।
তিনি বলেন, 'এখনও যারা ছবিটি দেখেননি তাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা আশা করছি দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি নিয়ে আগ্রহ নিয়ে দেখবেন।'
এছাড়া আগামী যে কোনো ঈদে সিনেমাটি টেলিভিশনে মুক্তির পরিকল্পনা আছে তাদের।
চিলেকোঠা ফিল্মস’এর ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।
সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।
সান নিউজ/সালি