বিনোদন ডেস্ক: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রতিকার বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করছেন অনেকেই। এর মধ্য দিয়ে তারকারাও এগিয়ে এসেছেন বিভিন্ন উদ্যোগ নিয়ে। সৃজিত, পরমব্রত, আবির, বিরসা, শ্রীলেখা, স্বস্তিকা নিয়মিত দরকারি পোস্ট শেয়ার করছেন।
তারকারা তথ্য শেয়ার করেন জানাচ্ছেন কোথায় করোনার ওষুধ পাওয়া যাচ্ছে, কোন হাসপাতালে বেড পাওয়া যাবে বা কোথায় পাওয়া যেতে পারে অক্সিজেন। এসব আপডেট শেয়ার করছেন সামাজিক মাধ্যমে।
তবে এর মধ্যেও কিছু সুযোগসন্ধানী রয়েছে। যারা টাকা হাতানোর চেষ্টা করছে। এদের বিরুদ্ধেই সতর্ক থাকতে বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি দুটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন স্বস্তিকা। ক্যাপশনে ‘ফ্রড অ্যালার্ট’ লিখে সতর্ক করেছেন। যা দিল্লি পুলিশকে ট্যাগ করা হয়েছে।
যেখানে দেখা যায় একটিতে ওষুধের ৬টি ডোজের বিনিময়ে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। আরেকটিতে অক্সিজেন সিলিন্ডারের বদলে ১ লক্ষ ৭০ হাজার টাকা নগদের দাবি করা হয়েছিল।
উল্লেখ্য, ভারতের এই ভয়াবহ সময়ে সব রাজ্যের তারকারাই প্রত্যক্ষ বা পরোক্ষাভাবে করোনায় আক্রান্তদের সাহায্য করছেন। কিছুদিন আগে ভূমি পেড়নেকরের অনুরোধে বেলেঘাটার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। আবার ভূমির টুইটে সাড়া দিয়েই বলিউড অভিনেত্রী নাফিসা আলির কলকাতার আত্মীয়েকে সাহায্য করেছেন পরমব্রত।
সাননিউজ/এএসএম