বিনোদন ডেস্ক: মাত্র ১৬ বছর বয়সে মডেলিংয়ে নাম লেখান ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে ‘ইশাক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই আবেদনময়ী অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব বিভিন্ন অঙ্গনের তারকারা। যদিও এই প্ল্যাটফর্মে প্রায়ই ট্রোলের শিকার হন তারা।
এবার অন্য তারকাদের মতো ট্রোলের মুখে পড়েছেন আমায়রা। আপাতত ইনস্টাগ্রামে চলছে ডোন্ট রাশ চ্যালেঞ্জ। সেখানে বন্ধুর সঙ্গে একটি নাচের ভিডিও পোস্ট করেন আমায়রা।
ভিডিওতে দেখা যায়—ডেনিম হট প্যান্ট, ট্যাঙ্ক টপ আর হাই হিল পরে এক বন্ধুর সঙ্গে নাচের স্টেপে ঝড় তুলেছেন ভক্তদের মনে। এখন পর্যন্ত এ ভিডিওর ভিউ দাঁড়িয়েছে ৫ মিলিয়নের বেশি।
ভিডিওটি প্রকাশের পর অনেক নেটিজেন আমায়রার পোশাক নিয়ে কুৎসিত মন্তব্য করছেন। অনেকে মন্তব্য করছেন—নারীদের এই ধরণের আচরণই পুরুষদের ধর্ষণে উৎসাহ দেয়।
যেরকম খোলামেলা পোশাক পরেছেন আমায়রা তাতে, কোনো পুরুষ তাকে ধর্ষণ করতে উদ্যত হলে ওই পুরুষের কোনো দোষ থাকবে না! নেটিজেনদের এমন আচরণে থমকে যাননি আমায়রা। বরং লিখেছেন—ধর্ষিতা হওয়ার জন্য মেয়েদের পোশাক নয়, পুরুষের কদর্য মানসিকতা দায়ী।
আমায়রার পূর্বপুরুষ ইরান থেকে ভারতে চলে আসেন। ধারণা করা হয়, মোগল সাম্রাজ্যের আগে-পরে তারা ভারতে পাড়ি জমান। আমায়রা ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। আর সেখানেই বেড়ে উঠেছেন ২৭ বছর বয়েসী এই অভিনেত্রী
২০১৫ সালে ‘আনেগান’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আমায়রা। এতে ধানুশের বিপরীতে অভিনয় করেন তিনি। ‘কুংফু যোগা’ সিনেমায় কিংবদন্তি তারকা অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করেন আমায়রা। বর্তমানে তামিল ভাষার দুটি সিনেমার কাজ আমায়রার হাতে রয়েছে
সাননিউজ/এএসএম