বিনোদন

ধোঁয়াশাময় ভিডিও নিয়ে প্রতিবাদী জয়া 

হাসনাত শাহীন : কি এপার বাংলা কি ওপার বাংলা-দুই বাংলাতেই এখন দারুণ জনপ্রিয় এক চরিত্র জয়া আহসান। দুই বাংলাতেই বেশ দাপটের সঙ্গেই অভিনয় করছেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন মিডিয়াতেও বেশ সরব থাকেন তিনি। তার পোস্টগুলোতে কখনও নিজের ছবি-ভিডিও থেকে শুরু করে বিভিন্ন সিনেমার ফটোশুটের ছবি যেমন তুলে ধরেন, তেমনই গণমানুষের জন্য সচেতনতা তৈরি এবং পরিবেশ পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে হাজির হন তিনি।

আজ রোববার (২৫ এপ্রিল) সকালে জয়া আহসান ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। বাসার ছাদ থেকে করা সেই ভিডিওতে তিনি দেখিয়েছেন- ধোঁয়াশাময় এক ঢাকার সকালের চিত্র। যে ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন এক প্রতিবাদী ক্যাপশন। আর ধোঁয়াশাময় ঢাকার এমন ভিডিও চিত্র এবং তার ক্যাপশনের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরলেন অন্যরকম প্রতিবাদী জয়া আহসান হিসেবে।

ক্যাপশনের শুরুতেই তিনি লিখেছেন, ‘ভিডিও টা গতকাল (সম্ভবত শনিবার) সকাল ৮টার, ছাদে উঠেই থমকে গেলাম। যেন অবিকল কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনের সেট পড়েছে শহরজুড়ে। ধোঁয়া ধোঁয়া, চারপাশে সব অস্পষ্ট। ধুলো আর ধোঁয়া মিলে ধোঁয়াশার পেটে পুরো শহর। চোখ বেশি দূর চলে না। শ্বাস নিতে কষ্ট হয়। হায়, আমার শহর।’

এরপরেই জয়া দেশের বায়ুদূষণের কথা তুলে ধরে লিখেছেন, ‘আর কিছুতে না পারি, বায়ুদূষণে আমরা বিরাট চ্যাম্পিয়ন। কিছুদিন পরপরই সারা পৃথিবীতে উল্টো দিক থেকে প্রথম হচ্ছি। আর আমাদের ফুসফুস ভরে যাচ্ছে বিষাক্ত ক্বাথে।’

পরে উন্নয়নের নামে পরিবেশ নষ্ট করা হচ্ছে উল্লেখ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের যেন গলা থেকে পশ্চাৎদেশ, শরীরের পুরোটাই পাকস্থলি। খিদের শেষ নেই। খালি বড় করে কামড়ে ধরো আর খাও। পরিবেশের বারোটা বাজল তো আমার কী হলো! ইট পোড়ানো ধোঁয়ায় আমরা শহর ডুবিয়ে দেব। আপনি বাঁচলে বাপের নাম। উন্নয়নকাজের ধুলোয় অন্ধকার করে দেব দেশ। আর কোনো দেশে কি উন্নয়ন হচ্ছে এত?

ঢাকা শহরের পরিবেশের এই চিত্র যে জয়াকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে এবং তাতে যে তিনি ক্ষুব্ধ তা বুঝিয়েছেন ক্যাপশনের শেষের অংশের ঠিক আগে। এখানে তিনি (জয়া) লিখেছেন, ‘তোমাদের ফুসফুস পচে যাক। তোমাদের দম বন্ধ হয়ে আসুক। একদিন তোমরা সবাই মরে যাও। এই শহর বেঁচে থাকবে, একাই। বাবা, এর নাম উন্নয়ন।’

দুই বাংলার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া তার আপলোডকৃত ভিডিওর ক্যাপশন শেষ করেছেন একরাশ হতাশা মিশ্রিত একটি বাক্যে। বাক্যটি হলো ‘হায়, আমার শহর!’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, হামাসের প্রত্যাখ্যান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে ম...

টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চায় শিক্ষার্থীরা, ক্রাফট পদোন্নতি বাতিল দাবি

ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ; ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান

‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যাকে অসাধু...

চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্...

টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চায় শিক্ষার্থীরা, ক্রাফট পদোন্নতি বাতিল দাবি

ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা