বিনোদন

যেভাবে অভিনয়ে ফিরলেন জোলি

বিনোদন ডেস্ক: বয়স বাড়লে অভিনয়শিল্পীরা ক্যামেরার সামনে থেকে চলে যান পেছনে। মন দেন পরিচালনা বা প্রযোজনায়। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ক্ষেত্রেও সে রকম দেখা গেল।

তবে হঠাৎ একটা ঝড় বয়ে গেছে তাঁর জীবনে। ২০১৭ সালে ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিটি পরিচালনার পর তিনি বিরতি নেন। কেন? সম্প্রতি সে কারণ জানালেন জোলি।

শিগগিরই আসছে জোলি অভিনীত ছবি ‘দোজ হু উইশ মি ডেড’। তার প্রচারণায় নেমে জোলি জানালেন, পরিচালনা রেখে হঠাৎ কেন অভিনয়ে ফিরলেন তিনি। এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেছেন, ‘পরিচালনা করতে আমি ভালোবাসি। কিন্তু পারিবারিক পরিস্থিতি বদলে যাওয়ায় পরিচালনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। কয়েক বছর তাই এ কাজে বিরতি নিয়েছিলাম।’

আরেক হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে সংসার বেঁধেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সেই সংসার ভেঙে যায় অল্প দিনেই। ভক্তরা মনে করেন, তাঁদের দাম্পত্য জীবন ভালো না গেলেও প্রেমিক-প্রেমিকা হিসেবেই তাঁরা সেরা সময় কাটিয়েছেন। এ জুটির অভিনীত ছবিগুলো ছিল তাঁদের সময়ের সেরা হলিউড ছবি।

সংসার ভাঙার পর জোলির একটু নিজেকে সময় দেওয়ার প্রয়োজন হয়, প্রয়োজন হয় সন্তানদের সঙ্গে থাকার। জোলি বলেন, ‘সত্যি বলতে, আমার ছোটখাটো কাজ করে দ্রুত বাড়ি ফেরা দরকার ছিল। বাড়িতে কিছুটা বেশি সময় থাকার দরকার ছিল।

সে কারণেই আমি অভিনয়ে ফিরেছিলাম।’ ‘হান্নাহ’ নামে যে ছবি তিনি করছিলেন, সেটার প্রস্তুতিরও একটা ব্যাপার ছিল। ছবিতে তাঁর চরিত্রটার জন্য প্রস্তুতি নিতে হতো ঘরে। তিনি বলেন, ‘পরিচালক আমাকে বারবার সতর্ক করে দিতেন। সিনেমায় হান্নাহ সন্তানদের সঙ্গে যেমন ব্যবহার করবে, আমি সে রকম পারছিলাম না।’

২০১৬ সালে বিচ্ছিন্ন হন জোলি-পিট। ছয় সন্তানের পাঁচজনের দায়িত্ব নিয়ে নেন জোলি। প্যাক্স, জাহারা, শিলো এবং জমজ ভিভিয়েনে ও নক্স। তাঁদের বড় ছেলে ম্যাডক্স এখন ১৮। সন্তানদের হাসিখুশি, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সতর্ক ছিলেন জোলি। বিশেষ করে করোনা মহামারির সময়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা সব সময় বাড়িতেই কাটিয়েছে। নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে যেত ব্র্যাড পিটের সঙ্গেও।’

ভোগ সাময়িকীর কাছে জোলি জানিয়েছিলেন, বাড়িতে কতটা অসহায় লাগছিল তাঁর। তিনি বলেছিলেন, ‘গৃহিণী মায়েদের মতো সংসার সামাল দেওয়ার যেসব দক্ষতা, আমার সেসব ছিল না। মনে হচ্ছিল পঞ্চাশেই আমি বুড়ি হয়ে গেছি!’

আসছে মে মাসের ১৪ তারিখে সিনেমা হল ও এইচবিওতে মুক্তি পেতে যাচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘দৌজ হু উইশ মি ডেড’। একই নামের কোরাইতার উপন্যাস থেকে মাইকেল কোরাইতা, শার্লেস লেভিটের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অস্কারে মনোনয়ন পাওয়া পরিচালক টেইলর শেরিড্যান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, হামাসের প্রত্যাখ্যান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে ম...

টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চায় শিক্ষার্থীরা, ক্রাফট পদোন্নতি বাতিল দাবি

ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ; ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান

‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যাকে অসাধু...

চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্...

টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চায় শিক্ষার্থীরা, ক্রাফট পদোন্নতি বাতিল দাবি

ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা