বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস মহামারির কারণে অচল হয়ে পড়েছে বিশ্ব। অধিকাংশ দেশেই চলছে লকডাউন। ভারতও তার ব্যতিক্রম নয়। অন্যান্য সেক্টরের মতো দেশটির টেলিভিশনগুলোও সব ধরনের শুটিং বন্ধ রেখেছে।
দর্শকের নজর চ্যানেলগুলো ধরে রাখতে প্রচারিত হচ্ছে পুরনো সব অনুষ্ঠান। তবে তা কতদিন দর্শকের মনের খোরাক জোগাবে সে নিয়ে দুশ্চিন্তায় প্রতিষ্ঠানগুলো।
তাই বন্ধ থাকা কাজকে কিছুটা এগিয়ে নিতে নানা পরিকল্পনা করে যাচ্ছেন চ্যানেলগুলোর কর্তাব্যক্তিরা। তবে এমন সংকটময় অবস্থায় শুটিংয়ের চমকপ্রদ পদ্ধতি বের করলো ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসা।
সামাজিক দূরত্ব বজায় রেখেই চ্যানেলটি তাদের জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’এর নতুন পর্বের শুটিং করেছে। আর তা ধারণ করা হয়েছে মোবাইলে। নির্দেশকের বুদ্ধি মতো প্রত্যেক শিল্পী তার নিজ নিজ বাসায় অবস্থান করেই শুটিং করেছেন। আর সে ফুটেজ থেকেই তৈরি হচ্ছে পর্বটি।
এই বিশেষ পর্বে সেনগুপ্ত পরিবারের বর্ষবরণ স্পেশাল দেখা যাবে। পরিবারের সদস্যরা নাচে-গানে বরণ করবেন নতুন বছরকে। পয়লা বৈশাখের নানা পুরনো স্মৃতিও উঠে আসবে আড্ডায়।
আগামী সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ভিন্নধর্মী এই পর্বটি।