বিনোদন প্রতিবেদক:
টানা দ্বিতীয়বারের মতো নিজ আয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে বিলিয়নিয়ার হলেন মডেল কাইলি জেনার। তিনি একাধারে মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, উদ্যোক্তা।
সম্প্রতি বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে দ্বিতীয়বারের মতো নিজ আয়ে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হওয়ার খেতাব জিতেছেন তিনি।
এতে জানানো হয়েছে, বিশ্বের ২ হাজার ৯৫ জন বিলিয়নিয়ারের মধ্যে একজন ২২ বছর বয়সী কাইলি। আর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে নিজ আয়ে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারও এই মডেল।
গত বছর মার্চে এই তালিকায় প্রথম নাম লেখান কাইলি। এর পেছনে অবদান কাইলির কসমেটিকস ব্র্যান্ডের। এরপর নভেম্বরে তার কসমেটিকস ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে কোটি করপোরেশনের কাছে বিক্রি করেন। বাকি ৪০ শতাংশ দিয়েই চলতি বছর জানুয়ারি পর্যন্ত তার সম্পদের মূল্য ১.২ বিলিয়ন মার্কিন ডলার।
২০১৪ সালে নিজের কসমেটিকস ব্র্যান্ড চালু করেন কাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে অসংখ্য অনুসারী সেখানেই কসমেটিকসের মার্কেটিংয়ের কাজটি করতেন। আর অনলাইন শপের মাধ্যমে নিজের ব্র্যান্ডের কসমেটিকস গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন।
২০১৮ সালে তার ব্যবসায় লাভ হয় ৯ শতাংশ, যার পরিমাণ ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার। তার কোম্পানির মোট মূল্য দাঁড়ায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি অন্যান্য আয় দিয়ে ১ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হন কাইলি।