বিনোদন

শিশুদের বইমুখী করতে নাটক ‘বইপোকার পাঠাগার’

সাংস্কৃতিক প্রতিবেদক: শিশুদের মননের বিকাশে সংস্কৃতির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর সেই লক্ষ্যেই ‘বইপোকার পাঠাগার’ নামের শিশুতোষ নাটক মঞ্চে আনছে দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলা।

শুক্রবার (১২ মার্চ ) রাজধানীর দনিয়ার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। অপূর্ব কুমার কুন্ডু রচিত এই নাটকটির নির্দেশনায় আছেন আবু আজাদ।

প্রযুক্তির এই যুগে শিশুরা বই পড়া প্রায় ভুলতে বসেছে। ভিডিও গেইম নিয়েই কাটছে কোমলমতিদের দিনরাত। যার কারণে তাদের মনোজাগতিক বিকাশ ঘটছে না। আর শিশু-কিশোরদের বই পড়তে, পাঠাগারমুখী করতে উৎসাহ দেয়ার লক্ষ্য নিয়েই রচিত হয়েছে নাটকটি। সাধারণ পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই মানুষের নীতি-নৈতিকতাসহ জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। বই পড়া তথা শিশু-কিশোরদের পাঠাগারমূখি করাই এই নাটকটি মঞ্চায়নের মূল উদ্দেশ্য।

বইপোকার পাঠাগারে লাইব্রেরিয়ান হিসাবে বক্কর সাহেবের তেত্রিশ বছর পার। প্রতিদিন প্রভাতে লাইব্রেরির দরজা খোলেন, সারা সকাল লাইব্রেরির সেলফের ধুলা ঝাড়েন, বই সাজান, মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করে পাঠক-পাঠিকা সর্বসধারণের জন্য লাইব্রেরি উন্মুক্ত করেন এবং সাথে চলতে থাকে নথি গ্রন্থে নতুন বইয়ের নাম লিপিবদ্ধকরণ, বই ফেরত মেয়াদের তারিখ নিরিক্ষণ করার কাজ।

শিশু, কিশোর- কিশোরী, বয়ঃবৃদ্ধ সকলে পড়তে আসে, নিমগ্নচিত্তে বই পড়ে, দরকারী বই নথিতে লিপিবদ্ধ করে আর লাইব্রেরী ব্যবহারের সময়সীমা শেষ হলে বক্কর সাহেব পাঠকদের রওনা করিয়ে নিজেও লাইব্রেরি বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। এমনি এক রাতে লাইব্রেরি বন্ধ হলে অন্ধকার লাইব্রেরিতে বেরিয়ে আসে বইয়ের পোকা গিট্টু আর জিনিয়াস, বইয়ের মাঝেই যাদের বসত ঘর। তারা যত্ন করে বইয়ের পাতা কাটে, কাটার মধ্যে দিয়ে পাতায় অংকিত চিত্র এবং লেখা আত্মস্থ করে আবার পারষ্পরিক কথোপকথনের মধ্য দিয়ে অর্জিত জ্ঞান সম্প্রসারণ করে।

এভাবেই কাঠবাদাম কাটার সুবাদে এসে পড়ে পথ থেকে হোয়াইট হাউজে পৌঁছে যাওয়া প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, কুমোরের মৃৎশিল্পের সুবাদে ভাবুক বঙ্কু আর মহামরী রুখে দেবার সূত্রে হ্যামিলিওনের বংশীওয়ালা। চরিত্র আসে চরিত্র যায় কিন্তু তাদের কথা-কাব্য-দৃশ্যকল্পে লাইব্রেরির আবহ চেতন পায়, বইয়ের অক্ষর-শব্দ- বাক্য উদ্ভাসিত হয়, জ্ঞান প্রজ্জলিত হয়ে আঁধার হঠায়। প্রভাতে বক্কর সাহেব পুনরায় লাইব্রেরি খুললে গিট্টু- জিনিয়াস আবার বইয়ের পাতায় লুকায়।

লাইব্রেরিয়ান বক্কর সাহেব সেলফের ধুলা ঝাড়ে, বই সাজায়, মেঝে ধোয়ায়, গ্রন্থে নাম লিপিবদ্ধ করে, বই ফেরতের মেয়াদের তারিখ নিরিক্ষণ করে আর লাইব্রেরি খুলে পাঠক-পাঠিকাদের আগমনের অপেক্ষা করে কারণ বইপোকার পাঠাগার বইপ্রেমী বইপোকা পাঠকের-পাঠিকার, আবার হঠাৎ এসে পড়া নতুন অনুরাগী আগুন্তুকের। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

নাটকির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন-ইকবাল হাফিজ, তানিশা, ইসরাত, নদিয়া, ইনিশা, নাদিয়া, ইশাল, হামিম, অপু, অন্যা, সোহা, অন্তি প্রমুখ। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায়-আবু আজাদ, আবহসঙ্গীত পরিকল্পনায়-এস এম অঙ্গন, পোষাক পরিকল্পনায় জান্নাতুল ফেরদাউস চায়না, কোরিওগ্রাফি-ফারজানা নাসরিন লিজা, পোস্টার ডিজাইন-আইনুল হক মুন্না, রূপসজ্জায়-কামাল হোসেন বুকুল ও পপি জামান।

উদ্বোধনী মঞ্চায়নের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান ও মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি অভিনেতা ও সংগঠক মীর জাহিদ হাসান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা