বিনোদন ডেস্ক: অবশেষে জানা গেল পশ্চিমবঙ্গের বিশিষ্ট কণ্ঠশিল্পী অদিতি মুন্সি কোন রাজনৈতিক দলের আশ্রয় গ্রহণ করলেন। অনেকদিন ধরেই ভারতের টলিপাড়ায় কানাঘুষা চলছিল তিনি রাজনীতিতে পা রাখতে চলেছেন। তবে কোন দলে সেটি জানা যায়নি।
কিন্তু বৃহস্পতিবার (৪ মার্চ) সবকিছু খোলাসা হলো। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর অদিতি বলেন, ‘দিদিই (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রকৃত বাংলার রূপকার। দিদির কথা শিরোধার্য করেই কাজ করতে চাই।’
এদিন পশ্চিমবঙ্গের দমদমের সাংসদ সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন অদিতি। শিল্পীর হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ।
দলীয় সূত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানায়, আসন্ন নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটেও লড়তে পারেন অদিতি। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন তিনি। সেক্ষেত্রে সঙ্গীতশিল্পীকে লড়াই করতে হবে বামপ্রার্থী সপ্তর্ষি দেব ও বিজেপির শমীক ভট্টাচার্যের বিপরীতে।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস যোগ দিয়ে অদিতি মুন্সি বলেন, ‘প্রাণের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ উনি আমাকে দলের একজন হওয়ার যোগ্য মনে করেছেন। দিদি সঙ্গীতশিল্পীদের কথা ভাবেন, বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার কথা উনার মতো করে আর কেউ ভাবেন না।’
তিনি আরও বলেন, ‘আমি আমার শ্বশুরমশাই ও স্বামী দেবরাজ চক্রবর্তীকে দলের হয়ে কাজ করতে দেখেছি। মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। মানুষের হয়ে কাজ করার আনন্দ আমিও উপভোগ করতে চাই। দিদি আমায় যেভাবে নির্দেশ দেবেন, সেকথা শিরোধার্য করেই কাজ করব। মানুষের কাছ থেকে শিল্পী হিসাবে অনেক ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা, আশীর্বাদ নিয়েই এগোব।’
সান নিউজ/এসএস