নিজস্ব প্রতিনিধি, কুয়াকাটা : বাঙালীর চিরন্তন রুপ ও প্রকৃতির অনবদ্য স্বীকৃতি ঋতুরাজ বসন্তকে বরণ আর বিশ্ব ভালবাসা দিবস ( ভ্যালেনটাইন ডে) উদযাপনে সারাদেশ থেকে আগত হাজার হাজার পর্যটকে মূখরিত দেশের দ্বিতীয় বৃহৎ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত।
বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ-উম্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সমুদ্রের ঢেউয়ে সাতার কাটাসহ সৈকতে দাড়িয়ে প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা।
এদিকে লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, শুটকী পল্লী, ফিস ফ্রাইপল্লীতে ও আলীপুর-মহিপুর মৎস্যবন্দরেও রয়েছে পর্যটকদের সরব উপস্থিতি।
পর্যটকদের নিরাপদ ভ্রমনে টুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারে প্রশাসন তৎপর থাকলেও পর্যটকরা ছিল উদাসীন।
সান নিউজ/প্রিন্স/এসএ