নিরাপদে আছেন ঋতুপর্ণা
বিনোদন

নিরাপদে আছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : ভারতের পর্বতপ্রবণ এলাকা উত্তরাখণ্ডে হিমবাহতে ফাটল ধরে, তুষারধস নেমেছে, টিক সেই মুহূর্থে সেখানে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, তিনি ও তার কাজের ইউনিটের সবাই সুস্থ এবং নিরাপদে আছেন।

প্রসঙ্গত ‘অন্তর্দৃষ্টি’ সিনেমার শুটিং করতে উত্তরাখণ্ডে গিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রোববার (৭ ফেব্রুয়ারি) মুসৌরি রোডে শুট চলছিল। কাজের মাঝেই ভয়ানক ঘটনার খবর পান। তাদের কাজের জায়গাটিতে সরাসরি কোনও প্রভাব না পড়লেও তুসারধসের খবর শুনে সকলেই চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয় ও বন্ধুদের ফোন আসা শুরু হয়। উল্লেখ্য অভিনেত্রীর মা-ও ছিলেন সেখানে। ঘটনার পর মাকে বিমানে কলকাতা পাঠিয়ে দিয়েছেন অভিনেত্রী। ঋতুপর্ণার কথায়, “এবার ভালয় ভালয় কাজ শেষ করে সবাই বাড়ি ফিরতে চাই।”

প্রসঙ্গত, ‘অন্তর্দৃষ্টি’র পরিচালক কবীর লাল, তিনি ‘তাল’, ‘পরদেশ’-এর মতো হিট বলিউড ছবির সিনেম্যাটোগ্রাফার ছিলেন। এই সিনেমাটি বাংলা, মারাঠি, তামিল ও কন্নড় ভাষায় তৈরি হচ্ছে।

ছবিতে ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন শন বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রজিৎ চক্রবর্তী। প্রথমটায় শুটিংয়ের পরিকল্পনা ছিল সুইজারল্যান্ডে। তবে করোনার কারণে সেই পরিকল্পনা মাটি হলে, পরে উত্তরাখণ্ডকে লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়।

দিন কয়েক আগেই গোটা টিম দুর্যোগের ঘটনাস্থল চামোলি এলাকার কাছাকাছি ছিল বলে জানান অভিনেত্রী। সেকথা ভেবেই আপাতত আতঙ্কিত তিনি। বলছেন, ‘ভীষণ ভয় লাগছে। এই ঘটনার পর ঠান্ডা আরও বেড়ে গিয়েছে এই এলাকায়। আউটডোর শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত শুধু ইনডোর শুট-ই চলছে।‘ কয়েক দিনের মধ্যে শহরে ফেরার কথা রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা