বিনোদন ডেস্ক: ভারতীয় কৃষক আন্দোলনের পক্ষে অনেকে মত দিচ্ছেন। আবার কেউ কেউ কৃষকদের বিপক্ষেও কথা বলছেন। বিদেশি অনেক রাষ্ট্রনেতার মতো এবার মার্কিন পপ গায়িকা রিহান্না সরাসরি ভারতীয় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।
চলমান এই আন্দোলনকে সমর্থন জানিয়ে রিহান্না টুইটারে একটি পোস্ট করেছেন। তাছাড়া রিহান্নার মতো একইভাবে সমর্থন জানিয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে দেখা যায়, কৃষক আন্দোলনের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন রিহান্না। সেখানে তিনি লেখেন, 'কেন আমরা এই নিয়ে কথা বলছি না?' বিক্ষোভস্থলে ইন্টারনেট সেবা বন্ধের একটি খবরও যুক্ত করেন পোস্টে।
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
সোশ্যাল মিডিয়ায় রিহান্নার ফলোয়ারের সংখ্যা ১০ কোটিরও বেশি। এই পোস্টের পর স্বাভাবিকভাবেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারতে কৃষক বিক্ষোভের খবর। অনেক মানুষ সামাজিক মাধ্যমে এ নিয়ে সরব হন।
রিহান্নার মতোই কৃষক বিক্ষোভের সমর্থনে দেন গ্রেটা থুনবার্গ। তিনিও কৃষক বিক্ষোভ নিয়ে একটি খবরের লিঙ্ক শেয়ার করেছেন টুইটারে। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডও কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। এটি নিয়ে অবশ্য অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
সান নিউজ/এসএস