সাংস্কৃতিক প্রতিবেদক: শুদ্ধ সঙ্গীতের অনন্যতায় চ্যানেল আই প্রাঙ্গণে সৃষ্টি হলো ভিন্ন রকমের দ্যোতনা। হৃদয়ের তন্ত্রীতে শাস্ত্রীয় শুদ্ধতায় ব্যাকরণমিশ্রিত সুরে ধ্যানমগ্ন হয়ে সুর রসিকরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে।
শিল্পীদের কণ্ঠের রাগ, তাল, লয় আর যন্ত্রশিল্পীদের শৈল্পিকতায় বেসরকারি এই চ্যানেলটির প্রাঙ্গণে সৃষ্টি হয় সুরের মায়াজাল। শুদ্ধসঙ্গীতের অনুরাগীরা সেই সুরের ধুনে হয়েছিলেন ধ্যানমগ্ন।
চ্যানেল আই আয়োজিত নিয়মিত বাংলা খেয়াল উৎসবের আজ অষ্টম আসরে এমন দৃশ্যকল্পই চিত্রিত ছিল।
বাংলা খেয়ালের উদ্যোক্তা ও কিংবদন্তী সংগীতব্যক্তিত্ব আজাদ রহমান স্মরণে রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৫টা ১ মিনিটে শুরু হয় সুরের এই আসর। চলবে কাল ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। এবারের উৎসবটি ছিল নিয়মিত আয়োজনের অষ্টম আসর।
সান নিউজ/এসএস