বিনোদন ডেস্ক:
করোনার প্রকোপ থামাতে গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছে সমগ্র ভারতবাসী। এমন অবস্থাতে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী ও মডেল পারমিতা দে ৷ এক টুইটের মাধ্যমে গৃহবন্দী অবস্থায় তিনি নিজেই এই বিষয়টি জানান। এবং এই টুইটের মাধ্যমে তিনি পুলিশের কাছে সাহায্যেও চেয়েছেন।
২৯ মার্চ টুইটের মাধ্যমে তিনি জানান, ‘খুব ভয়ে আছি। ধর্ষণের হুমকি পাচ্ছি৷ আমার বাড়ির সামনে ৫০ জন পুরুষ আমাকে ধর্ষণ করবে বলে হুমকি দেওয়া হচ্ছে ৷’ প্রথম এই টুইটে পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগও করেন পারমিতা ৷
এদিনই আরো একটি টুইটে বিস্তারিত জানান পারমিতা। তিনি লেখেন, ‘১০ দিন আগেই মুম্বাই থেকে কলকাতা ফিরেছি ৷ বিমানবন্দরে আমার করোনা টেস্টও হয়েছে। আমার মধ্যে কোনোরকম করোনার উপসর্গ নেই ৷ কলকাতায় আমি আমার বৃদ্ধা মায়ের সঙ্গেই থাকি ৷ হঠাৎ পুলিশ এসে আমাকে হ্যারাস করতে শুরু করে৷ সঙ্গে এলাকার কাউন্সিলার ও ৫০ জন ব্যক্তিও ছিলো।'
তিনি অভিযোগ করেন, পুলিশ চলে যেতেই এলাকার কয়েকজন পুরুষ এসে তাকে ধর্ষণের হুমকি দেয়। তাদের দাবি, করোনায় আক্রান্ত পারমিতা। তাকে এলাকা ছাড়তে হবে।
ভীত হয়ে টুইটে মাধ্যমে বারবার সাহায্যে চেয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘খুব ভয়ে আছি ৷ আমার সঙ্গে আমার বৃদ্ধা মাও আছেন৷ দয়া করে সাহায্য করুন ৷’