সাংস্কৃতিক প্রতিবেদক : মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে পাঁচ দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসবে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান শনিবার (২৩ জানুয়ারি)। এদিন বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শুরু হবে এই পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর, ট্রাস্টি মফিদুল হক ও উৎসব পরিচালক তারেক আহমেদ।
শুক্রবার (২২জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মুক্তিযুদ্ধ জাদুঘর।
পাঁচ দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসবটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল বিদায়ী বছরের ১৬ থেকে ২০ জুলাই। উৎসবে শতাধিক দেশের একশত তেইশটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। উৎসবে প্রদর্শিত ছবি থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি করে প্রামাণ্যচিত্রকে পরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সান নিউজ/আরআই