বিনোদন

পুলিশ অফিসার হয়ে ফিরছেন কেয়া

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ বিরতি ভেঙ্গে পুলিশ অফিসার হয়ে ফিরছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। স্থবির হয়ে যাওয়া অভিনয় ক্যারিয়ার আবারও গতিশীল করছেন তিনি। একাধিক ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন এ চিত্রনায়িকা।

গত বছরের মাঝামাঝি সময়ে রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। করোনাকাল শুরু হওয়ার আগেই ছবিটির শুটিং শেষ করেছেন কেয়া। এতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি ছবিটির ডাবিংয়ের কাজ শেষ করেছেন তিনি। এর পাশাপাশি দীর্ঘ বিরতির পর একটি টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন। এটি এখন প্রচার হচ্ছে টিভিতে।

এ বিষয়ে কেয়া বলেন, “নানা কারণেই আসলে মাঝে কিছু সময় অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল আমাকে। তবে সেই সমস্যা কাটিয়ে উঠে এখন আবারও অভিনয়ে মনোযোগী হওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত অনেকের সঙ্গেই আমার কাজের বিষয়ে কথা হয়েছে। আশা করছি শিগগিরই সেগুলো চূড়ান্ত করব।”

যদি করোনাভাইরাস না থাকত, তা হলে এরই মধ্যে অনেক নতুন কাজে আমাকে দেখা যেত। এক জীবনে দর্শকের কাছে থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের সেরা অর্জন বলেই মনে করি। দর্শকের ভালোলাগার মানুষ হয়েই বাকি জীবনটা কাটাতে চাই।’

প্রসঙ্গত, ২০০১ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে কেয়ার। সেই ছবিতে কেয়ার অভিনয় প্রশংসিত হয়েছিল। এর পর প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেন সফলতার সঙ্গে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ ব্ল্যাক মানি’। এটি পরিচালনা করেছিলেন সাফিউদ্দিন সাফি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা