বিনোদন

নেটফ্লিক্সের ১৭০০ কোটি টাকার সিনেমায় ধানুশ

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ধানুশ। নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘দ্য গ্রে ম্যান’ নামের এই সিনেমা পরিচালনা করবেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুশো ব্রাদার্স অর্থাৎ অ্যান্থনি ও জোসেফ রুশো।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ক্রিস ইভান্স, রায়ান গসলিং ও অ্যানা ডি আর্মাসের মতো তারকা অভিনয়শিল্পী। এছাড়াও থাকছেন— জেসিকা হ্যানউইক, ওয়াগনার মৌরা ও জুলিয়া বাটলার।মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের খবরটি জানিয়ে এক বিবৃতিতে ধানুশ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, নেটফ্লিক্সের দ্য গ্রে ম্যান সিনেমার টিমে যোগ দিচ্ছি।

এতে অভিনয় করছেন রায়ান গসলিং ও ক্রিস ইভান্স এবং পরিচালনা করছেন রুশো ব্রাদার্স (অ্যাভেঞ্জার্স, ক্যাপটেন আমেরিকা: উইন্টার সোলজার)। তিনি আরো লিখেছেন, ‘এরকম অসাধারণ একটি অ্যাকশনে ভরপুর সিনেমার অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছি। বিগত বছরগুলো যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন এজন্য বিশ্বের সবপ্রান্তে থাকা আমার সকল ভক্তদের ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা।’

তবে আন্তর্জাতিক সিনেমায় ধানুশের অভিনয় এবারই প্রথম নয়। এর আগে ইংরেজি ভাষায় ফরাসি ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব দ্য ফকির’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। জানা গেছে, সিনেমাটির বাজেট প্রায় ২০০ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা। মার্ক গ্রিনির উপন্যাস অবলম্বনে এটি তৈরি হবে। এর মাধ্যমে নতুন একটি ফ্র্যাঞ্চাইজির সূচনা করবেন রুশো ব্রাদার্স।

সিনেমাটি প্রসঙ্গে অ্যান্থনি রুশো ডেডলাইনকে বলেন, ‘সিনেমাটি দুজন অসাধারণ অভিনেতার মধ্যে দ্বন্দ্ব নিয়ে। তারা দুটি আলাদা সিআইএ ভার্সনের প্রতিনিধিত্ব করেন। যারা ক্যাপটেন আমেরিকার ভক্ত, এবার তারা আরো যুদ্ধের দৃশ্য দেখতে পাবেন।’

জো রুশো বলেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজি ও নতুন জগত তৈরির পরিকল্পনা করছি। এর মূলে থাকবেন রায়ান গসলিং। আমরা প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এবং আশা করছি দ্বিতীয়টিও তৈরি করব। প্রশিক্ষিত একজন অ্যাসাসিন নিয়ে সিনেমার গল্প। এতে দেখা যাবে, ইভান্স সিআইএ প্রতিনিধি হয়ে গসলিংয়ের চরিত্রটিকে খুঁজতে থাকেন।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের কবল থেকে নিস্তার মিলছে না দিল্ল...

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর বা মেরাম...

অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক: দেশে চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা