নিজস্ব প্রতিনিধি,নাটোর : নাটোরে নলডাঙ্গায় ৩১ বার তোপধ্বনী, স্বাধীনতা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষ্যে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়।পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে শহীদ মিনারে স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অপর্ণ, এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে।
আলোচনা সভায়এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, এসিল্যান্ড তাছমিনা খাতুন, নলডাঙ্গায থানার ওসি মোঃ নজরুল ইসলাম মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা প্রকৌশলী মো মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুরসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ নলডাঙ্গা পৌরসভার মোড়ে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে।
সান নিউজ/এআই/এনকে/এস