বিনোদন ডেস্ক : মাত্র ২০ বছরেই লোকগীতি গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন মৈথিলী ঠাকুর। সংবাদমাধ্যমেও তাকে নিয়ে শিরোনাম হামেশাই। তবে এবার বলিউড ফিল্মে গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে বলিউডের ছবিতে প্লেব্যাক করবেন না, শুধু লোকসংগীতই গাইবেন তিনি। রাহুল কুমার নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, বলিউডে গান গাইবেন না মৈথিলী। তার কারণ হিন্দু ধর্ম ও দেশকে খারাপভাবে দেখানো হয়।
বলিউডের একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মৈথিলী। মৈথিলীর এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমিয়ে প্রশংসা করেছেন গেরুয়াপন্থী নেটিজেনরা। ২০০০ সালে বিহারের মধুবনী জেলায় জন্ম মৈথিলী ঠাকুরের। তার বাবা রমেশ ঠাকুর জনপ্রিয় লোকশিল্পী। ছোটবেলায় বাবার কাছে সংগীতে হাতেখড়ি। বিভিন্ন চ্যানেলের গানের প্রতিযোগিতাগুলিতেও অংশ নিয়েছেন মৈথিলী।
সান নিউজ/পিডিকে/এস