বিনোদন

ক্যারিয়ারের ২০ বছরে খুশি পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তার পুরো নাম দিলারা হানিফ রীতা। ১৯৯৭ সালে চিত্রাঙ্গনে পা রাখেন পূর্ণিমা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। এ সিনেমায় ‘সিথি’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ক্যারিয়ারে ২০ বছর পর করেছেন এ অভিনেত্রী। যা পেয়েছেন তা নিয়েই খুশি তিনি। ব্যক্তিগতভাবে পূর্ণিমা পজিটিভ মানুষ। তিনি বলেন, কী পেলাম আর কী পেলাম না, তা নিয়ে ভাবি না। যা পেয়েছি তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করি। আমার অভিনয়জীবনে লাখো মানুষের ভালোবাসা পেয়েছি। আর কী লাগে জীবনে?

তারপর একে একে অভিনয়ে করেছেন অর্ধশতাধিক সিনেমায়। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক ব্যবসা সফল সিনেমা। জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিল খান, আমিন খান, মান্না, রিয়াজ এবং ফেরদৌসের সঙ্গে। সিনেমার পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন পূর্ণিমা।

সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ সিনোমর চিত্রায়ণ শেষ করেছেন জনপ্রিয় এ নায়িকা। অল্প কিছু কাজ বাকি আছে একই পরিচালকের ‘জ্যাম’ সিনেমার। সিনেমা দুটিতে পূর্ণিমার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস।

শুটিংয়ের বাইরে কী করছেন? জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘সন্তান ও সংসার নিয়েই এখন ব্যস্ত। শুটিং না থাকলে পরিবারের সঙ্গেই পুরোটা সময় ব্যয় করি। আর করোনার কারণে এখন কাজ না থাকলে বাইরে বের হওয়া একেবারেই হয় না।’

অভিনয়ে পাশাপাশি শখের বসে উপস্থাপনা করেছেন পূর্ণিমা। আপাতত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করার চেষ্টা করেছেন তিনি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিকেই প্রাধান্য দেন এ অভিনেত্রী।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। তার স্বামী আহমেদ জামাল ফাহাদ পেশা ব্যবসায়ী। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যাসন্তান জন্ম দেন পূর্ণিমা। ফাহাদ-পূর্ণিমা দম্পতির মেয়ের নাম আরশিয়া উমাইজা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা