নিজস্ব প্রতিনিধি, নাটোর : শর্তসাপেক্ষে দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন খ্যাত নাটোরের উত্তরা গণভবন। একসাথে সর্বোচ্চ ১০ জন গণভবনে প্রবেশের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে উত্তরা গণভবন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গণভবনের মূল ফটকের তালা খুলে করোনা পরবর্তী উত্তরা গণভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বিসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নটোর জেলার প্রধান দৃষ্টিনন্দন এই স্থাপনাটি খুলে দেওয়ায় এখন থেকে আবারও দর্শনার্থীরা গণভবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেশে করোনা সংক্রমণের পর গত ১৯ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল উত্তরা গণভবন।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সকল দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি, শারিরিক দুরত্ব ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
সান নিউজ/এসএ