বুধবার, ৯ এপ্রিল ২০২৫
বিনোদন প্রকাশিত ১৮ নভেম্বর ২০২০ ০৮:৩১
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৬:৩৪

পরিবারের পছন্দে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মিম

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ধীরে ধীরে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে নিজের পছন্দে নয় পরিবারের পছন্দেই বিয়ে করবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

বিয়ে করছেন কবে? উত্তরে মিম বলেন, ‘আমি আগেই সবাইকে জানিয়ে দিয়েছি ২০২২-এ বিয়ে করব। সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।’

শোবিজ অঙ্গনের ব্যস্ত শিল্পীদের একজন। করোনার কারণে ইদানিং কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তবে করোনার সময়টা ঘরে বসে, বেকার সময় কাটাননি তিনি। কাজ করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য। অংশ নিয়েছেন ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কাজে। আর চলতি মাসেই শুরু করবেন নতুন ছবির কাজ।

মিমের ভাষ্য, ‘কিছুদিন আগে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এর কাজ শুরু হবে চলতি মাসের শেষ দিকে, ঢাকার বাইরে। করোনার প্রকোপ আবার বাড়ছে, তাই কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। ঢাকায় করোনা পরিস্থিতি ভয়াবহ। তবে ঢাকার বাইরে করোনার প্রকোপ কিছুটা কম। নতুন এই ছবির কাজ হবে ঢাকার বাইরে। তাই এতে রাজি হয়েছি।’

নতুন ছবির গল্প ও মিমের বিপরীতে কে অভিনয় করবেন? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। ছবির গল্পটা যুদ্ধ আর ফুটবলের- ব্যস এইটুকুই জেনে রাখেন। আর কারা অভিনয় করবেন বা কে নির্মাণ করবেন তা শিগগিরই জানানো হবে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই সব জানা যাবে।’

করোনার এই সময়ে ঘরবন্দী থেকে অনেকেই হাঁপিয়ে উঠেছেন। ঘুরতে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। মিমের তেমন কোন পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ। কিছুদিনের মধ্যেই ঢাকার আশপাশে একটা ফ্যামিলি ট্যুর দেওয়া হবে। আর এটাই হবে এই বছর আমাদের প্রথম ঘুরতে যাওয়া। কারণ চলতি বছর মাঝামাঝিতে পরিবার নিয়ে দেশের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়নি। ঘরে থাকতে থাকবে বোর হয়ে গেছি, তাই এবার একটু ঘুরতে যাচ্ছি।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

ভালুকায় মুখোশধারী নারী নেতৃত্বে সশস্ত্র ডাকাতি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা