বিনোদন ডেস্ক : আগামী ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এবারের জন্মদিনটা বিশেষভাবে উদযাপনের জন্য নিজেকে একটু অন্য রকম ভাবে প্রস্তুত করেছেন তিনি।
প্রত্যেক বছরই তার জন্মদিন ঘটা করে পালন করেন এই শিল্পীর ভক্ত-অনুরাগীরা। নিজেও পারিবারিকভাবে দিনটি উদযাপন করেন তিনি। তবে এবারের জন্মদিনটা অন্যান্য বারের চেয়ে একটু বেশিই বিশেষ। কারণ, এবারের জন্মদিনে রুনার সুরে প্রকাশ পাচ্ছে চারটি গান। এর মধ্যে দুটি গানে কণ্ঠ দিচ্ছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা ও আঁখি আলমগীর। অন্য দুটি যথাক্রমে লুইপা ও হৈমন্ত রক্ষিতের কণ্ঠে। এগুলো প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। সংগীতায়োজনে রাজা কাশেফ। গানগুলো সবার ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুনা লায়লা।
এদিকে ২০১৭ সালে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় প্রথম সুর করেন রুনা লায়লা। প্রথমবার সুর করেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর তার সুরে নিজ কণ্ঠ’সহ প্রকাশ পায় ভারত ও পাকিস্তানের শিল্পীদের বেশ কয়েকটি গান। শিল্পী ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে।