বিনোদন

ধর্ষণ ও খুন হওয়ার ভয় করতেন আমিশা পাটেল

বিনোদন ডেস্ক : বিহারে ভোট প্রচারে গিয়ে ধর্ষণের শিকার হতে পারতেন তিনি। এমনকি, খুন হয়ে যাওয়ারও আশঙ্কা করেছিলেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ভারতীয় অভিনেত্রী আমিশা পাটেল। এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্রের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেছেন।

আমিশা বিহার থেকে মুম্বাইতে ফেরার পরই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানেই ভোট প্রচারে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে শোনা যায় আমিশাকে। এরপর ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী ঘটনার কথা স্বীকার করেন।

তিনি বলেন, আমাকে ধর্ষণ করে খুন করা হতে পারে, এমন আশঙ্কাও করছিলাম। নিরাপদে ওখান থেকে বেরিয়ে আসার জন্য যা বলা হয়েছে, চুপচাপ করে গিয়েছি। আমার সঙ্গে যারা ছিল, তাদের নিয়েও আশঙ্কা করছিলাম। তাই মুম্বাই না পৌঁছানো পর্যন্ত মুখ বন্ধ করে ছিলাম।”

আমিশার অভিযোগ, মুম্বাইতে ফেরার পরও তাকে ফোনে এবং মেসেজে হুমকি দিচ্ছেন ওই এলজেপি প্রার্থী। তার সম্পর্কে ভাল কথা বলার জন্যই এলজেপি প্রার্থী চাপ দিচ্ছেন বলে অভিযোগ আমিশার।

তিনি আরও বলেন, “মুম্বাইতে পৌঁছনোর পর আমি ঠিক করি যে পুরো ঘটনা সবাইকে জানানো প্রয়োজন। আমায় ধর্ষণ করে হয়তো খুন করে ফেলত। সর্বক্ষণ প্রকাশ চন্দ্রের লোকজন আমার গাড়ি ঘিরে রাখতো। ওর কথা মতো কাজ না করলে আমার গাড়ি নড়তে দেয়া হতো না। উনি আমায় বন্দি করে রেখে আমার জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন। এটাই ওনার কাজ করার ধরন।”

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্র। তিনি বলেন, “জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদবের থেকে টাকা নিয়ে এমন অভিযোগ করছেন আমিশা। আমিশার নিরাপত্তার জন্য সবরকম বন্দোবস্ত করা হয়েছিলো। নিজের এক আত্মীয়ই আমিশাকে তার ভোট প্রচারে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা