রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
বিনোদন প্রকাশিত ২৭ অক্টোবর ২০২০ ১১:২০
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৬:১২

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক

বিনোদন ডেস্ক : সোমবার (২৭অক্টোবর) রাত থেকেই ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চিকিৎসকরা ও ভারতীয় সংবাদমাধ্যম সুবাদে জানা গেছে, সৌমিত্রের দুটি কিডনিই অচলাবস্থায় রয়েছে। সোমবার দুপুরে রক্তে প্লেটলেট কাউন্ট বেশ হ্রাস পেলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

সোমবার রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে অভিনেতার চিকিৎসক দলের প্রধান অরিন্দম কর সংবাদমাধ্যমকে জানান, ‘তিনি ভালো নেই এবং তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তার শরীরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আমরা বন্ধ করলেও শরীরে তার প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ডিহাইড্রেশন ও ওষুধের প্রতিক্রিয়ায় ইউরিয়া ক্রিয়েটিনিন-এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। তার প্রস্রাবের পরিমাণও সন্তোষজনক নয়।’

হাসপাতাল থেকে প্রকাশিত গত রাতের শেষ স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি থেকে তাকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রচেষ্টা খুবই কঠিন। প্রতি মুহূর্তে নতুনতর সমস্যা দেখা দিচ্ছে। বয়সজনিত কারণ, একাধিক মারাত্মক জটিল রোগের সমাহার এবং প্রচুর পরিমাণ ওষুধ প্রয়োগে শারীরিক প্রতিক্রিয়ার কারণে সমস্যা জটিলতর হয়ে দাঁড়াচ্ছে।’

উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায় দুই সপ্তাহের বেশি সময় ধরে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে...

সরকার কোন মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি-মহাপরিচালক

সরকার দেশের কোন মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা