বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার বিচারক শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্য করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) পাওয়া খবরে জানা যায়, অপর দুই বিচারক মিকা সিং ও আকৃতি কক্করও করোনা সংক্রমিত হয়েছেন। তারাও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে সঞ্চালক আবির চট্টোপাধ্যায়, জয় সরকার, রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর পরীক্ষার ফল নেগেটিভ আসে। তারা প্রত্যেকেই এখন হোম আইসোলেশনে রয়েছেন।
কয়েকদিন আগেই শুরু হয়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র নতুন সঞ্চালন। চারজন বিচারকই করোনায় আক্রান্ত হওয়ায় শো চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন আয়োজকরা। প্রথমেই শ্রীকান্ত আচার্যের হালকা উপসর্গ দেখা গিয়েছিল। তারপরই তিনি পরীক্ষা করান এবং তাঁর করোনা পজিটিভ আসে। এর পরই মনোময় ভট্টাচার্যের করোনার উপসর্গ দেখা যায়। শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্য দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। এরপর মিকা ও আকৃতিও হোম কোয়ারেন্টিনে চলে যান।
করোনা যেন টলিউডে জাঁকিয়ে বসছে। ওদিকে বলিউডেও থাবা বসিয়েছে ভাইরাসটি। লকডাউন তুলে পরিস্থিতি স্বাভাবিক করতে অনুমতি দেওয়া হয়েছিল টলিপাড়ায় সব শ্যুটিং শুরু করার। সেই মতোই শুরু হয়েছিল এই শো। তবে সবরকম সতর্কতা মেনেও আটকানো যাচ্ছে না করোনা।
সান নিউজ/এসকে