বিনোদন ডেস্ক : শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরলিধরনের বায়োপিক ‘৮০০’-এ প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিলো বিজয় সেতুপতির। ছবিতে বিজয়ের প্রথম লুকও প্রকাশ পেয়েছিলো। এরপরই নেটদুনিয়ার একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজয়কে। ট্রেন্ডিং হয় হ্যাশট্যাগ শেম অন বিজয় সেতুপতি।
প্রশ্ন ওঠে, শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলদের গণহত্যাকে সমর্থন করার পরও কেনো মুত্তিয়া মুরলিধরনের বায়োপিকে দক্ষিণের এই তারকা অভিনয় করছেন? পরে মুত্তিয়া মুরলিধরনের অনুরোধে সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে বিজয় জানান, তিনি মুরালির বায়োপিকে অভিনয় করছেন না।
ওই পোস্ট দেওয়ার একদিন পর অর্থাৎ মঙ্গলবার (২০ অক্টোবর) ৪২ বছর বয়সী এই অভিনেতার মেয়ে শ্রেজা সেতুপতিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে- এরইমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে তামিল নাড়ু পুলিশ।
সান নিউজ/পিডিকে/এস