বিনোদন ডেস্ক : বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) বান্দ্রা ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন কোর্টের পক্ষে পুলিশকে কঙ্গনা ও তার বোনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
কঙ্গনা ও তার বোনের বিরুদ্ধে অভিযোগে বলা হয় সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্ট করেছেন তারা।
জান যায়, সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক অসন্তোষ ও ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন কঙ্গনা ও রঙ্গোলি এই অভিযোগ এনে কাস্টিং ডিরেক্টর তথা ফিটনেস ট্রেইনার মুন্নাওয়ার্লি সৈয়দ মামলা দায়ের করেছিলেন আদালতে।
অভিযোগকারী ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৫এ, ১২৪ ধারায় কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। মুন্নাওয়ার্লি সৈয়দ বিশেষভাবে কঙ্গনার পোস্ট করা টুইটারের ওপর জোর দিয়েছেন, যেখানে নায়িকা মুম্বাইয়ের তুলনা টেনেছেন পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে। তার দাবি, কঙ্গনার টুইটারের পিছনে আসল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখার দরকার রয়েছে। এর তদন্ত হওয়া একান্ত প্রয়োজন।
সান নিউজ/এসএম/এস