নিজস্ব প্রতিবেদক : একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত প্রোগ্রাম প্রডিউসার আসলাম শিকদারের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় অবশেষে খালাস পেয়েছেন। নাট্য শিল্পীকে ধর্ষণের অভিযোগে করা মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসলাম শিকদারকে খালাস দেয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।
আসামি নাট্য শিল্পের বিষয়ে ২০ বছরের ট্রেনিং প্রাপ্ত হওয়ায় বাদিনীকে আরও বড় নাট্যকার হিসেবে গড়ে তুলতে আশ্বাস দেন । পরে নাটকের বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রায়ই তাকে তার বাসায় যেতে বলেন। বাদিনী কর্মব্যস্ততার কারণে আসামির ডাকে প্রায়ই সাড়া দিতে পারতেন না। পরে ২০১৮ সালের ২৬ আগস্ট আসামির সঙ্গে প্রথমবারের মতো অফিসে যান। তখন অফিস থেকে বের হওয়ার চেষ্টা করলে আসামি তাকে বাধা দেন।
এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। বাদিনী আইনের আশ্রয় নিতে চাইলে আসামি তাকে বিয়ের আশ্বাস দেন। এভাবে অনেকবার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বাদিনী তাকে বিয়ের কথা বললে, বিয়ে করবেন না বলে জানান এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় আসলাম শিকদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন নাট্য শিল্পী।
গত বছরের ৬ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ১৩ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন সাক্ষ্য দেন।
সান নিউজ/এসকে/এস