বিনোদন প্রতিবেদক : অবশেষে নেটফ্লিক্সে কিনে নিচ্ছে‘মসুল’ সিনেমার সম্প্রচারের মালিকানা । ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ২০১৯ সালে সিনেমাটির প্রথম সম্প্রচার হয়। এর ঠিক এক বছর পরই এই চুক্তিতে আসলো ওয়েইনস্টাইন কোম্পানির প্রাক্তন এক্সিকিউটিভ ডেভিড গ্লাসার। অ্যাকশনধর্মী এই সিনেমাটি চলতি বছরের নভেম্বর থেকে সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাবে।
ইরাকের মসুল শহর, সিরিয়ার রাকার গল্প নিয়ে সিনেমাতে তুলে ধরা হয়েছে মূলত ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত সন্ত্রাসবাদী সংগঠন আইএসএস’র সঙ্গে ইরাকি সোয়াত দলের যুদ্ধ নিয়ে তৈরি।
পরিচালনা করেছেন কার্নাহান ও প্রযোজনা করেছেন ‘অ্যাভেঞ্জারস : এন্ডগেম’-এর পরিচালক অ্যান্টনি রুসো এবং জো রুসো। অ্যান্টনি রুসো ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারকালে জানান, ‘আমরা আশা করছি যে বিশ্বব্যাপী চলচ্চিত্রের বাজারে সিনেমাটি সমাদৃত হবে। জো এবং আমি এই জাতীয় সিনেমাগুলো দর্শকদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে চাই। অবাক হওয়ার কিছু নেই যে নেটফ্লিক্স সিনেমাটি নিয়েছে।
সান নিউজ/পিডিকে/এস