বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেমের বিষয়ে বর্তমানে নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন। অভিনেতাকে নিয়ে এক সাক্ষাৎকারে প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার উপর যে খারাপ একটা প্রভাব পড়েছিল সে বিষয়েও বলেছেন।
আরও পড়ুন: ভাইজানের ঈদের সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা
এক প্রতিবেদনে বলা হয়েছে, রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে একেবারে গুটিয়ে নেন আমির খান। এমনকি কিছুদিনের জন্য কাজ করাও বন্ধ করে দেন। পাশাপাশ মদ্যপানে আসক্ত হয়ে গিয়েছিলেন।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, আগে মদ ছুঁয়ে পর্যন্ত দেখতেন না। কিন্তু বিচ্ছেদের পর থেকে তিনি একদিনে এক বোতল মদ পান করতেন।
আমির খান বলেন, যখন আমার আর রিনার বিচ্ছেদ হল আমি প্রায় ২-৩ বছর সেই শোকে ডুবে ছিলাম। আমি না কাজ করছিলাম, না স্ক্রিপ্ট পড়ছিলাম। প্রায় দেড় বছর মদ্যপানে আসক্ত ছিলাম। বিচ্ছেদের আগে কখনও মদ্যপান করি না বা মদ ছুঁয়ে পর্যন্ত দেখিনি। কিন্তু বিচ্ছেদের পর বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত। আর আমি গভীর অবসাদে ডুবে গেছিলাম।
প্রসঙ্গত, আমির খান এবং রিনা দত্ত ১৯৮৬ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাদের দুই সন্তান হলেন জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান। ২০০৫ সালে এরপর তিনি কিরণ রাওকে বিয়ে করেন। ১৫ বছর পর ২০২১ সালে সেই বিয়েতেও ইতি টানেন মিস্টার পারফেকশনিস্ট।
সান নিউজ/এএন