বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। একজোড়া বাচ্চাদের মোজার ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, 'আমাদের জীবনে সবচেয়ে মিষ্টি উপহার খুব তাড়াতাড়ি আসতে চলেছে।'
আরও পড়ুন: বেনারসি-আলতায় মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া
এদিকে কিয়ারা-সিদ্ধার্থের ঘরে প্রথম সন্তান আসার খবর পেতেই খুশিতে ভাসছে তাদের অনুরাগীরা।
সেই সাক্ষাৎকারে কিয়ারাকে উপস্থাপক জিজ্ঞাসা করেছিলেন, ‘যদি আপনার যমজ সন্তান হয়, তাহলে আপনি কী রকম কম্বিনেশন পছন্দ করবেন? দুটি মেয়ে, দুটি ছেলে, নাকি একটি ছেলে এবং একটি মেয়ে?’ প্রশ্নে কিয়ারা উত্তর দেন, ‘আমি কেবল দুটি সুস্থ সন্তানের জন্ম দিতে চাই যা ঈশ্বর আমাকে উপহার দেবেন।’
সাক্ষাৎকারে সেই ভিডিওটি দেখে অনেক ভক্ত মনে করছেন, কিয়ারা নিশ্চয়ই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন! নেটিজেনরা তা শেয়ার করে বলছেন, কিয়ারা ও সিদ্ধার্থের যমজ সন্তান হবে।
সান নিউজ/এএন