বিনোদন ডেস্ক: ওপার বাংলার তারকা দম্পতি যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনার বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। জল্পনার সুত্রপাত তখনই, যখন নামের পাশ থেকে স্বামীর পদবি মুছে ফেলেছিলেন নীলাঞ্জনা। এবার তার শরীরে থাকা যীশুর শেষ চিহ্নটুকুও রাখলেন না।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন মেহজাবীন
এতদিন নীলাঞ্জনার ঘাড়ে যীশুর নামের একটি ট্যাটু ছিল। সেটাই এবার মুছে ফেললেন তিনি। যীশুর নাম মুছে সেখানে শিবের ছবি এঁকেছেন নীলাঞ্জনা। যে ছবির নিচে লেখা ওম নমঃ শিবায়।
প্রসঙ্গত, যীশুর থেকে আলাদা হওয়ার পর কঠিন সময়ে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন প্রাক্তন অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনা।
সান নিউজ/এএন