বিনোদন ডেস্ক: রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত 'ঢাকা ড্রিমস' কনসার্ট। এ কনসার্টে মূল আকর্ষণ হবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এই কনসার্ট শুরু হবে।
আরও পড়ুন:
এ সময় রাজধানীর শ্রোতাদের জন্য তারা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এদিকে, কাভিশের পাশাপাশি দেশের একাধিক শিল্পী ও ব্যান্ডও এই কনসার্টে পারফর্ম করবেন। এর মধ্যে রয়েছে: লেভেল ফাইভ, আরমীন মুসা, ঘাসফড়িং কয়ার, শূন্য, শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।
কাভিশ ব্যান্ডটি ১৯৯৮ সালে গঠিত হয় এবং তাদের সেমি-ক্লাসিক্যাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। এই কনসার্টের মাধ্যমে তারা ১ম বারের মতো বাংলাদেশের শ্রোতাদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের গেট বিকেল ৩টায় খুলে যাবে এবং টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে ৪ হাজার টাকা।
সান নিউজ/এমএইচ