বিনোদন ডেস্ক : গেল মাসে দু’দফায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। কিন্তু দেশের হাসপাতালে তার সঠিক রোগ নির্ণয় করতে না পারায় তিনি গত ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। ভর্তি হন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
সেখানেই জানা যায়, তিনি টিবিতে আক্রান্ত। বর্তমানে এই অভিনেতা বেশ সুস্থ। তাই হাসপাতালের ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছেন ফারুক। তথ্যটি নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।
ফারুকের স্ত্রী ফারহানা জানান, ‘ফারুক এখন সুস্থ। তাই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছি। তবে বেশি মাত্রার অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তার শরীর দুর্বল। আগামী বৃহস্পতিবার তার শারীরিক চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে বলেছেন চিকিৎসক।’
চিত্রনায়ক ফারুক মাউন্ট এলিজাবেথের লি. ইয়ান ও চৌনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন এই নায়ক।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফারুককে। করোনাসহ নানা ধরনের পরীক্ষা করা হলেও অসুস্থতার কারণ জানাতে পারেনি চিকিৎসকরা। তার শরীরে জ্বর থাকলেও তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। তার জ্বর না কমায় গত ৫ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (পুরনো অ্যাপোলো) স্থানান্তর করা হয়। এরপরই সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সান নিউজ/ বিএম/এস