বিনোদন

আত্মহত্যা না খুন, অবশেষে জানা গেল সুশান্তের মৃত্যুর কারণ!

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর সে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। প্রথমে সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনের দায়িত্ব পায় মুম্বাই পুলিশ। তখন তারা তদন্তে জানায় এটি আত্মহত্যাই।

কিন্তু সেই তদন্ত রিপোর্ট মানেনি সুশান্তের পরিবার ও ভক্তরা। তারা এই তদন্তভার ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআইকে দেয়ার দাবি জানালে রাষ্ট্র সেই দাবি মেনে নেয়। এরপর অনেক নাটকীয় মোড় এসেছে সুশান্তের মৃত্যু মামলায়।

তবে শেষ পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের খুনের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তথা এইমস (AIIMS)। শনিবার (৩ অক্টোবর) ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত জানিয়ে দিয়েছেন, আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা।

এই পরিস্থিতিতে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং দাবি করলেন, মুম্বাই পুলিশের তদন্ত যে ভুল ছিল না তা এবার প্রমাণিত হল।

তিনি বলেন, ‘আমরা এখনও এইমসের কাছ থেকে কোনো অফিসিয়াল রিপোর্ট পাইনি। তবে সংবাদমাধ্যমের সূত্রে আমরা বিষয়টা জানতে পেরেছি। মুম্বাই পুলিশ যে পথে এগিয়েছিল, ওদের তদন্তও সেই পথেই এগিয়েছে। মুম্বাই পুলিশ ও কুপার হাসপাতালের চিকিৎসকদের তদন্ত সঠিকই ছিল। আমাদের দিকে নানা অভিযোগ তোলা হয়েছে। কিন্তু এইমস প্রমাণ করে দিয়েছে আমরা ঠিক কথাই বলেছিলাম।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের যথাযথ তদন্ত করা হয়েছে।’

সিবিআইও একটি পেশাদার সংস্থা সেকথা মনে করিয়ে পরমবীর বলেন, ‘মুম্বাই পুলিশও পেশাদার। প্রতিটি মামলারই যথাযথভাবে তদন্ত করি আমরা। নিজেদের তদন্ত পদ্ধতিতে আমাদের পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে।’

শনিবারই এইমসের তরফে জানিয়ে দেওয়া হয় প্রয়াত অভিনেতা সুশান্ত খুন হননি। তিনি আত্মহত্যাই করেছেন। সুশান্তের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট নতুন করে খতিয়ে দেখেছেন এইমসের চিকিৎসকদের একটি দল।

প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্তের মৃতদেহ পাওয়া যায় তার বান্দ্রার ফ্ল্যাটে। মুম্বাই পুলিশ তখনই জানিয়েছিল, আত্মহত্যা করেছেন অভিনেতা। ময়নাতদন্তের রিপোর্টেও বলা হয়েছে, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে সুশান্তের।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ১ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার সূ...

ইউএসবি এক্সপ্রেস কুরিয়ারে নিষিদ্ধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী...

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী অমরসুরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার নতু...

মুগ্ধতা ছড়াচ্ছেন কৌশানী 

বিনোদন ডেস্ক: গ্রামীণ মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দুলাচ্ছে...

ভারতের সঙ্গে শিগগিরই বৈঠক

নিজস্ব প্রতিবেদক : পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গ...

বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ

জেলা প্রতিনিধি: কুমিল্লা-৬ আসনের...

সীমান্তে ভারতীয় মহিষ আটক

জেলা প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে...

পৌর কাউন্সিলর ফেরদৌস গ্রেফতার

জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে...

ভারতে পৌঁছালো পদ্মার ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে দুর্গাপ...

ভবনের দেয়াল চাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় নির্মাণাধীন ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা