বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবাণী হাসপাতালে ভর্তি।
শনিবার (৪ জানুয়ারি) সকালে এ খবর ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: শুধু মা-সন্তানদের নিয়েও নিখুঁত পরিবার হয়
এদিকে, দক্ষিণী তারকা রামচরণের সাথে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো এ অভিনেত্রীর। তবে সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিয়ারা। এরপর এই খবর ছড়ায়, এ সময় অসুস্থ হয়ে নাকি সকাল সকাল হাসপাতালে ছুটতে হয়েছে তাকে। তবে কী কারণে তাকে হাসপাতালে যেতে হয়, সেই খবর এখনও প্রকাশ্যে আসেনি প্রথমে।
অপরদিকে, তার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন এই অভিনেত্রীর অনুরাগীরা। এ সময় তিনি কেমন আছেন, সেই বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
অবশেষে অভিনেত্রী কিয়ারার সহযোগী দলের পক্ষ থেকে জানানো হলো, তিনি হাসপাতালে ভর্তি হতে হয়নি। তার শারীরিক অসুস্থতা রয়েছে। বিগত কয়েক দিন অনবরত কাজ করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে চিকিৎসক তাকে আগামী কয়েক দিন বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। সেই কারণেই শনিবারের ঐ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
সান নিউজ/এমএইচ